Supreme Court: সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নবাণের মুখে পড়তে হল SSC-কে। ABP Ananda Live
Continues below advertisement
OMR মূল্য়ায়নকারী সংস্থা NYSA-কে কেন বলা হয়নি যে, পুরো কাজ করতে পারলে করুন, নাহলে করতে হবে না? একটা বাইরের এজেন্সির কাছে কেন সব তথ্য় থাকবে? আপনাদের কাছে কেন থাকবে না? NYSA-কে বরাত দেওয়া নিয়ে, হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও এরকম কড়া প্রশ্নবাণের মুখে পড়তে হল SSC-কে। প্রধান বিচারপতি মঙ্গলবার SSC-র উদ্দেশে এও বলেন যে, তথ্য়ের ওপর আপনাদের নিয়ন্ত্রণ থাকার কথা। যদি তথ্য়ই না থাকে, তাহলে সমস্ত নিয়োগ বাতিল হওয়া উচিত।
Continues below advertisement