SSC: পুজোতেও পথে এসএসসির চাকরিপ্রার্থীরা, দেবী বোধনের আবহেও অনিশ্চয়তার অন্ধকার!

Continues below advertisement

এসএসসি গ্রুপ সি মামলায় তদন্ত শুরুর ৫১দিনের মাথায় সিবিআইয়ের প্রথম চার্জশিট। একাধিক ধারায় পার্থ, কল্যাণময়, শান্তিপ্রসাদ, অশোক সাহার নাম। 

চার্জশিটে এসএসসির ২ প্রাক্তন কর্তা ছাড়াও অবৈধভাবে চাকরি পাওয়া ১০জনের নাম। সবার যোগসাজসেই অযোগ্যদের চাকরি, দাবি 

এসএসসি-আন্দোলনের ৫৬৫ দিন পার। দেবী বোধনের আবহেও অনিশ্চয়তার অন্ধকার! পুজোতেও পথে এসএসসির চাকরিপ্রার্থীরা। 

পুজোয় মানিকের স্বস্তি। গ্রেফতারিতে ১০ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের রক্ষাকবচ। তদন্তে সহযোগিতার নির্দেশ। পুজোর ছুটির পরে ফের শুনানি। 


নিয়োগ দুর্নীতির কিংপিন মানিক, সুপ্রিম কোর্টে সওয়াল সিবিআইয়ের। কতদিন তদন্ত চলবে? চাই না বছরের পর বছর চলুক, মন্তব্য আদালতের। 

 প্রাথমিকের পর এবার পরীক্ষার ৬ বছর পরে উচ্চপ্রাথমিকে ১ হাজার ৫৮৫জনের ইন্টারভিউ। অক্টোবরের তৃতীয় সপ্তাহে শুরু, জানাল এসএসসি। 

পুজোর সময় চাকরিপ্রার্থীদের অবস্থানে হাইকোর্টের অনুমতি। চাকরির জন্য ভিক্ষায় যোগ্যরা, আর পুলিশ আটকাবে, এটা হতে পারে না, মন্তব্য বিচারপতির। 

কেন্দ্রের টাকা তুলে প্রকল্পে বরাদ্দ করছে রাজ্য। আর্থিক অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি শুভেন্দুর। প্রমাণ দিন, পাল্টা সৌগত। 

বালির তৃণমূল নেতা তপন দত্ত হত্যাকাণ্ড সিবিআই তদন্তেই আস্থা হাইকোর্টের। ডিভিশন বেঞ্চে বহাল সিঙ্গল বেঞ্চের রায়।

অপেক্ষার অবসান। ষষ্ঠীতেই 5G পেতে চলেছে দেশ। নয়াদিল্লি থেকে পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram