SSC: ববিদার কথার ওপর কোনও মন্তব্য নয়, SSC নিয়োগ-ইস্যুতে প্রতিক্রিয়া কুণালের। Bangla News

Continues below advertisement

SSC নিয়োগে দুর্নীতি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশে কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্য। এরপরই প্রাক্তন শিক্ষামন্ত্রীর পাশে দাঁড়ালেন ফিরহাদ হাকিম। কুণাল ঘোষ মন্ত্রিসভার কেউ নন বলে মন্তব্য করলেন পরিবহণমন্ত্রী। ফিরহাদ বলেন, "পার্থদার ক্যাবিনেটে আমিও মন্ত্রী। যদি কোনও জায়গায় হয়, তাহলে যতটা দায়িত্ব পার্থদার, ততটা আমারও। কুণাল ঘোষ মন্ত্রিসভার কেউ নন।"

এপ্রসঙ্গে কুণাল ঘোষের বক্তব্য, "ববিদা সিনিয়র নেতা, ববিদার কথার ওপর আমি কোনও মন্তব্য করব না। বরং ববিদার বক্তব্যকে আমি স্বাগত জানাব। এটা তো ঠিক, গতকাল আমি এই কথাটাই বলেছিলাম। আমি সরকারের কেউ নই। আমি দলের। ফলে এই সংক্রান্ত নিয়ম, নীতির খুঁটিনাটি আমার পক্ষে উত্তর দেওয়া মুশকিল এবং আমার এক্তিয়ারের মধ্যেও পড়ে না।"  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram