SSC News: এসএসসির তালিকায় বাড়ল দাগির সংখ্যা। ১,৮০৪ থেকে বেড়ে মোট দাগির সংখ্যা ১,৮০৬

ABP Ananda LIVE: এসএসসির তালিকায় বাড়ল দাগির সংখ্যা। রাতে এসএসসির নতুন তালিকায় যোগ হল আরও দু'জনের নাম। ১,৮০৪ থেকে বেড়ে মোট দাগির সংখ্যা ১,৮০৬। স্কুল সার্ভিস কমিশনের তালিকায় বাড়ল দাগির সংখ্যা। SSC-র প্রথম তালিকায় দাগি শিক্ষক ১,৮০৪ থেকে ১,৮০৬। SSC-র নতুন তালিকায় তৃণমূল বিধায়কের কন্যা! কেন নাম বাদ গেল প্রথম দাগি তালিকায়? উঠছে প্রশ্ন। রাতে SSC-র নতুন তালিকায় আরও ২ দাগি শিক্ষকের নাম। তালিকায় চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশেনারা খাতুন। তালিকায় জুড়েছে সঞ্চিতা দাস নামে আরেক দাগি শিক্ষিকার নামও। 

 

কৃষ্ণনগরে ছাত্রীকে গুলি করে খুন কাণ্ডে প্রথম গ্রেফতার, পুলিশের জােলে মূল অভিযুক্ত দেশরাজ সিংহর মামা

কৃষ্ণনগরে ছাত্রীকে গুলি করে খুন কাণ্ডে প্রথম গ্রেফতার। পুলিশের জােলে মূল অভিযুক্ত দেশরাজ সিংহর মামা। গুজরাতের জামনগর থেকে গ্রেফতার দেশরাজের মামা কুলদীপ সিংহ। খুনের কথা জেনেও দেশরাজকে আশ্রয়, পালাতে সাহায্যের অভিযোগ। ভুয়ো নথি বানিয়ে দেশরাজকে পালাতে সাহায্য করেন মামা, দাবি পুলিশ সূত্রে। উত্তরপ্রদেশের দেউড়িয়ার বাসিন্দা কুলদীপ প্রাক্তন সেনা কর্মী। বর্তমানে কুলদীপ সিংহ গুজরাতের জামনগরে কর্মরত। ছাত্রী খুনের প্রায় এক সপ্তাহ পরও অধরা মূল অভিযুক্ত দেশরাজ সিংহ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola