SSC News : SSC পরীক্ষা দিতে এসে কেপমারির খপ্পড়ে, খোয়া গিয়েছে মোবাইল-টাকা

ABP Ananda LIVE: SSC পরীক্ষা দিতে এসে কেপমারির খপ্পড়ে, দাবি উত্তরপ্রদেশের পরীক্ষার্থীর। কেপমারির অভিযোগ উত্তরপ্রদেশের রামপুর গোপীগঞ্জের বাসিন্দা আনন্দ কুমার বিন্দের। বিভূতি এক্সপ্রেসে হাওড়ায় নেমে লোকাল ট্রেনে হুগলি স্টেশনে যান, দাবি পরীক্ষার্থীর। 'স্টেশনে এক ব্যক্তির সঙ্গে আলাপ, তিনিই হোটেলে নিয়ে যান'। 'খাবার খেয়ে গঙ্গায় স্নান করতে যান, নিয়ে যান ওই ব্যক্তি'। 'তার পর আর কিছু মনে নেই, জ্ঞান ফিরে দেখি চুঁচুড়া হাসপাতালে ভর্তি'। খোয়া গিয়েছে মোবাইল-টাকা, দাবি আনন্দ কুমার বিন্দের । হাসপাতাল থেকেই হুগলির HETC কলেজে পরীক্ষা দিতে যান।

 

বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও বিজেপি জোট শাসিত বিহার থেকে এরাজ্যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে এসেছেন পরীক্ষার্থীরা

বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও বিজেপি জোট শাসিত বিহার থেকে এরাজ্যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে এসেছেন পরীক্ষার্থীরা। উত্তরবঙ্গের কোচবিহারে ধরা পড়েছে এমনই ছবি। প্রায় ৯ বছর পর রাজ্যে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা। কোচবিহার জেলার ৩০ টি কেন্দ্রে প্রায় ১৩ হাজার পরীক্ষার্থী বসছেন এই পরীক্ষায়। এদিন সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে ধরা পড়েছে কড়া নিরাপত্তা ব্য়বস্থা। পুলিশসূত্রে খবর, প্রতি পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকছেন ১জন পুলিশ আধিকারিক ও ৪ জন করে পুলিশকর্মী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola