SSC News: 'পেটে লাথি পড়েছে বলে, এখন পিছনেও লাথি খেতে হচ্ছে', মন্তব্য চাকরিহারার
ABP Ananda Live: 'পেটে লাথি পড়েছে বলে, এখন পিছনেও লাথি খেতে হচ্ছে। এই যন্ত্রণা কি মাননীয়া মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন না? আমরা কোথায় যাব?' মন্তব্য চাকরিহারার।
কসবায় DI অফিসে চাকরিহারাদের লাঠিপেটা
কসবায় DI অফিসে চাকরিহারাদের লাঠিপেটা। কসবায় DI অফিসে চাকরিহারাদের বিক্ষোভ, উত্তেজনা। ব্যারিকেড টপকে DI অফিসের ভিতরে প্রবেশের চেষ্টা। পুলিশ-চাকরিহারাদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি, তুলকালাম। বেধড়ক মেরেছে পুলিশ, অভিযোগ চাকরিহারাদের। চাকরি চাইতে গিয়ে পুলিশের লাঠিপেটা চাকরিহারাদের। টেনে হিঁচড়ে চাকরিহারাদের সরাল পুলিশ। লাঠির আঘাতে আহত চাকরিহারারা। চাকরি বাতিল ইস্যুতে পথে চাকরিহারারা। ন্যায়-বিচার দিতেই হবে, হুঁশিয়ারি চাকরিহারাদের।
কসবার পরে বর্ধমান, ফের পুলিশের হাতে আক্রান্ত চাকরিহারা শিক্ষকরা !
কসবার পরে বর্ধমান, ফের পুলিশের হাতে আক্রান্ত চাকরিহারা শিক্ষকরা! বর্ধমানে DI অফিসে চাকরিহারা শিক্ষকরা, জুটল পুলিশের লাঠি!