SSC:মধ্যশিক্ষা পর্যদ সভাপতি ও SSC-র একাধিক কর্তার বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলার সুপারিশ।Bangla News
গ্রুপ ডি নিয়োগে আদালতে রিপোর্ট পেশ। রিপোর্ট পেশ করল বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটি। রিপোর্টে বলা হয়েছে, ‘তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) অনুমতিতে তৈরি কমিটি বেআইনি। পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতিতে তৈরি পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি বেআইনি। সরাসরি রাজ্য সরকারের সঙ্গে এর কোনও সম্পর্ক আছে কিনা তা স্পষ্ট নয়। এই দুর্নীতিতে সরাসরি যুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিংহ। কল্যাণময় এবং শান্তিপ্রসাদের বিরুদ্ধে এফ আই আর দায়ের করা উচিত। ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪২০, ১২০ বি ধারায় এফআইআর দায়ের উচিত। সমরজিৎ আচার্য, শান্তিপ্রসাদ সিংহের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা উচিত। প্রতারণা এবং ভুয়ো নথি বানানোর জন্য এফআইআর দায়ের করা উচিত। ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৬৫, ৪১৭, ৪৬৮ এবং ৩৪ নম্বর ধারায়...। সমরজিৎ আচার্য, শান্তিপ্রসাদ সিংহের বিরুদ্ধে এফআইআর দায়ের করা উচিত। ষড়যন্ত্রের জন্য সৌমিত্র সরকার, অলোক কুমার সাহা...। সমরজিৎ আচার্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা উচিত। ষড়যন্ত্রের জন্য ১২০ বি ধারায় এফআইআর দায়ের করা উচিত। ৬০৯টি সুপারিশপত্র দেওয়া হয়েছিল। এই সুপারিশপত্রের হিসাব রাখার জন্য আলাদা রেজিস্টারও তৈরি করা হয়েছিল।’