SSC Recruitment: SSC নিয়োগ দুর্নীতি মামলায় অযোগ্য চাকরিপ্রাপকদের খোঁজ শুরু করেছে সিবিআই
Continues below advertisement
ABP Ananda LIVE: SSC নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam)মামলায় অযোগ্য চাকরিপ্রাপকদের খোঁজ শুরু করেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি (Central Agency)সূত্রে খবর, ইতিমধ্যেই আড়াই হাজারের বেশি নামের তালিকা তৈরি করা হয়েছে। জেলাভিত্তিক তালিকা তৈরি করে ধাপে ধাপে সন্দেহভাজনদের তলব করা হচ্ছে। এদিন নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হয় ২৫ জনকে। কেউ চাকরি পেয়েছেন সাদা OMR সিট জমা দিয়ে, আবার কেউ চাকরি পেয়েছেন পরীক্ষায় ফেল করে। আবার কারও তালিকায় নাম ঢোকানো হয়েছে নির্ধাতিত সময়ের পরে। তাঁরা কারা? অযোগ্য চাকরিপ্রাপকদের খোঁজ শুরু করেছে সিবিআই। অযোগ্য চাকরিপ্রাপকদের মধ্যে ইতিমধ্যে ২০০ জনকে জিজ্ঞাসাবাদ। হাওড়া জেলায় অযোগ্য চাকরি প্রাপকদের খোঁজার কাজ চলছে। বৃহস্পতিবার তলব করা হয় ২৫ জনকে। অযোগ্য চাকরি প্রাপরকদের থেকে জানতে চাওয়া হচ্ছে কীভাবে তাঁরা চাকরি পেয়েছেন ?
Continues below advertisement