SSC Recruitment Scam: SSC মামলায় এবার কি সিবিআইয়ের স্ক্যানারে রাজ্য মন্ত্রিসভা? ABP Ananda Live

Continues below advertisement

এসএসসি মামলায় এবার কি সিবিআইয়ের (SSC Scam Verdict) স্ক্যানারে রাজ্য মন্ত্রিসভা? 'রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই বেআইনি ভাবে অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত। জালিয়াতদের আড়াল করতেই মরিয়া চেষ্টা চালিয়েছিল মন্ত্রিসভা। সিবিআই চাইলে যাকে খুশি গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে পারবে', এসএসসি দুর্নীতি মামলায় নির্দেশ হাইকোর্টের (High Court Verdict) ডিভিশন বেঞ্চের। অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রিসভা, দাবি শুভেন্দুর। ভোটের মধ্যেই ধাক্কা রাজ্যের, একসঙ্গে ২৬ হাজার চাকরি বাতিল। ২০১৬-র সমস্ত নিয়োগের পুরো প্যানেলই বাতিল করল হাইকোর্ট। নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইকে খোলা ছাড় ডিভিশন বেঞ্চের। যাকেই প্রয়োজন, তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই। মন্ত্রিসভার নির্দেশে অতিরিক্ত শূন্যপদ, স্ক্যানারে এবার গোটা মন্ত্রিসভা। অবৈধভাবে চাকরি, ৪ সপ্তাহে ১২% সুদ-সহ বেতন ফেরতের নির্দেশ। ২৩ লক্ষ ওএমআরের পুনর্মূল্যায়ন, যাদের প্রয়োজন, আবার ইন্টারভিউ। প্যানেলে না থেকেও চাকরি, সুদ-সহ বেতন ফেরতের নির্দেশ। প্যানেলের মেয়াদের পরেও চাকরি, সুদ-সহ বেতন ফেরতের নির্দেশ। সাদা খাতা জমা দিয়েও চাকরি, সুদ-সহ বেতন ফেরতের নির্দেশ

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram