SSC Scam : শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’, ‘রঞ্জন’-এর রহস্যভেদে এবার সিবিআই, জিজ্ঞাসাবাদের নির্দেশ হাইকোর্টের

Continues below advertisement

শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’, ‘রঞ্জন’-এর রহস্যভেদে এবার সিবিআই। প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’, উপেন বিশ্বাস বর্ণিত ‘বাগদার রঞ্জন’কে জিজ্ঞাসাবাদের নির্দেশ। ‘বাগদার রঞ্জন’কে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিল হাইকোর্ট, এই রঞ্জনের আসল নাম চন্দন মণ্ডল, আদালতে দাবি মামলাকারীর আইনজীবীর । ‘প্রয়োজন মনে করলে চন্দন মণ্ডলকে হেফাজতে নিতে পারবে সিবিআই, তদন্তে সহযোগিতা না করলে হেফাজতে নিতে পারবে সিবিআই’, ১৫ জুনের মধ্যে সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ হাইকোর্টের।

‘শুধুমাত্র রঞ্জনের জন্যেই সিবিআই তদন্ত, সম্পূর্ণ প্রাথমিকে দুর্নীতিতে নয়, মামলায় ‘রঞ্জন’-এর সঙ্গে পার্টি করা হল প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসকেও। অবিলম্বে তদন্ত শুরু করতে সিবিআইকে নির্দেশ হাইকোর্টের। সম্প্রতি শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সরব হন উপেন বিশ্বাস। উপেন বিশ্বাসের ফেসবুক পোস্ট কোর্টের নজরে আনলেন বিকাশ ভট্টাচার্য।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram