SSC Scam: 'আমরা অযোগ্য়দের প্রার্থী তালিকা দিয়েছিলাম', জানালেন SSC চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার

Continues below advertisement

West Bengal News: 'SSC কোনও তথ্য় দেয়নি অনেকে বলছেন কিন্তু আমরা অযোগ্য়দের প্রার্থী তালিকা দিয়েছিলাম, হলফনামার মাধ্য়মে।  মামলার শুনানি শুরু হয় ডিসেম্বরে । ১৩ ই ডিসেম্বর এভিড এভিড দিই। সন্তুষ্ঠ না হওয়ায়,১৮ তারিখ আবার দ্ই । এখানে নবম দশমে ৭৭৫ জন যাদের সুপারিশপত্র রুল ১৭ প্রয়োগ করে প্রত্য়াহার করেছি তাদের তালিকা দেওয়া হয়। স্ট্য়াটিসটিকাল রুপোর্ট পেশ করার জন্য় নির্দেশ দেয় আদালত। ২০ ডিসেম্বর ৭৭৫ এবং৩৩ জন যাদের ওএম আর এ সমস্য়া আছে তার তালিকা দেওয়া হয় । ১৮৩ জনের র্য়াঙ্ক জাম্পিং ইস্য়ু ছিল তাদের তালিকা।  ১১, ১২ এর ক্ষেতেের ওএমএর সমস্য়া ছিল যারা সুপারিশপত্র পেয়েছেন তাদের সংখ্য়া  ৭৭১, তাদের নাম রোল নাম্বার দেওয়া হয় ।র্য়াঙ্ক জাম্পি হয়েছে এমন ৩৯ জনের তালিকা দেওয়া হয়। গ্রুপ সি ওএমএর সমস্য়া ছিল ৭৮৩, আমরা যাদের সুপারিশ পত্র দিই। তাদের বিবর দিই। আমি এই চেয়ারে বসার আগে গ্রুপ সি,গ্রুপ ডি তে দুটো বিপরীত ধর্মী সুপারিশপত্র গিয়েছিল।... বিচারপতি গঙ্গোপাধ্য়ায় যখন সিবিআইকে নির্দেশ দেন এই বিপরীত ধর্মী এভিড এভিডের ভিত্তিতে দেন। এই যে ওএমআর সমস্য়া আছে আমরা বলছি সুপারিশ যা.নি অথচ নিয়োগ করা হয়েছে এনম ৫৭ জন ছিলেন। মামলার পরিপ্রেক্ষিতে আমরা জানেত পারি এদের নাম। তাদের তালিকা দিই।এটা গ্রিপ সি। এদের ওএম আর ইস্য়ু। গ্রুপ ডি এর ক্ষেত্রে ১৭৪১ ওএম আর ইস্য়ু, যারা সুপারিশ পেয়েছে। ১৭০ নিয়োগপত্র পেয়েছে অথচ সুপারিশ দেওয়া হয়নি। তার ও তালিকা দিই। মোট ১৯১১। সবার ওএম আর ইস্য়ু। প্রত্য়েকর নিয়োগ বাতিল করে আদালত। ১০ মার্চ ২০২৩ গ্রুপ সি। ১০ই ফেব্রুয়ারি ২০২৩  গ্রুপ ডি।কারণ রুল ১৭ এর মতো নিয়ম নেই। আমরা ওয়েবসাইটে প্রকাশ করি।', জানালেন এসএসসি চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram