SSC Scam Case : এসএসসি-র নিয়োগ-দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল, কী বলছেন আইনজীবী ?। Bangla News

Continues below advertisement

এসএসসি-র নিয়োগ-দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। ন্যায় বিচারের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ সীমা অতিক্রম করেছে বলে মনে করে না ডিভিশন বেঞ্চ। প্রভাবিত সব পক্ষের বক্তব্য সব সময় শুনতে হবে এমন কোনও বিধিবদ্ধ নিয়ম বা আইন নেই।এখনও পর্যন্ত যে তথ্যপ্রমাণ এসেছে তার কোনওটাই এসএসসি-র পক্ষে যায়নি। আর্থিক দুর্নীতি খুঁজে বার করার ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই। জানাল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। উপদেষ্টা কমিটির সদস্যদের ভূমিকা আলাদা করে খুঁজে দেখার সময় এটা নয়। বিতর্কিত ভাবে নিযুক্ত হওয়া প্রার্থীদের বেতন বন্ধ বা ফেরত দিতে বলে ভুল করেনি সিঙ্গল বেঞ্চ। এসএসসি-র নিয়োগ-দুর্নীতি মামলার রায়ে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের। সিঙ্গল বেঞ্চেই মামলা ফেরত পাঠাল ডিভিশন বেঞ্চ। 

এনিয়ে আইনজীবী বলেন, 'মহামান্য বিচারপরি সুব্রত তালুকদার ও আনন্দকুমার মুখার্জীর ডিভিশন বেঞ্চ আজকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে সিঙ্গেল বেঞ্চের রায়ই বলবৎ থাকবে অর্থাৎ সিবিআই (CBI) তদন্তের নির্দেশই বহাল থাকল। তৎকালীন মন্ত্রীর তত্ত্বাবধানে যেই সুপার কমিটি তৈরি হয়েছিল এবং এই দুর্নীতিতে তৎকালীন মন্ত্রী জড়িত।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram