SSC Scam: চাকরিহারা শিক্ষকদের পুলিশের মার, ওয়াকফ-বিক্ষোভে ছাড়, পুলিশের ভূমিকায় প্রশ্ন

ABP Ananda Live: চাকরিহারা শিক্ষকদের পুলিশের মার, ওয়াকফ-বিক্ষোভে 'ছাড়'! কসবায় চাকরিহারা শিক্ষকদের পুলিশের লাথি, লাঠি!  চাকরি বাঁচাতে DI অফিসে গিয়ে মার খেলেন শিক্ষকরাই!  জঙ্গিপুরে প্রাণ বাঁচাতে মরিয়া পুলিশ, কসবায় শিক্ষকদেরই মার! যখন জ্বলছে জঙ্গিপুর, তখন প্রাণ বাঁচাতে কাতর আর্জি পুলিশের। 

 

 

বাধ্য হয়ে হালকা বলপ্রয়োগ, বলছে কলকাতা পুলিশ ; লাথি মারা কাম্য নয়…মন্তব্য পুলিশ কমিশনারের

চাকরি হারিয়ে সর্বহারা তাঁরা। সেই চাকরি দাবিতেই এদিন গর্জে উঠেছিলেন। জেলায় জেলায় DI অফিস অভিযানের ডাক দেন সদ্য চাকরহারারা। আর কসবায় DI অফিসে আন্দোলন করতে গিয়ে জুটল পুলিশের লাঠি। রীতিমতো মাটিতে ফেলে পেটানো হল তাঁদের। এখানেই শেষ নয়, সদ্য চাকরিহারাদের লাথিও মারল পুলিশ। পাল্টা পুলিশের দাবি, হামলা করা হয়েছে তাদের উপরও। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola