SSC scam: দুর্নীতি মামলায় শুনানি শেষ, রায়দান স্থগিত
স্কুলে নবম-দশমে নিয়োগে দুর্নীতি মামলায় শুনানি শেষ, রায়দান স্থগিত। গাজিয়াবাদে উদ্ধার ওএমআর শিটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ৯৫২ চাকরিপ্রাপকের।
'মামলায় যুক্ত করার আবেদন খারিজ হচ্ছে, আমরা কোথায় যাব?' নবম-দশমে দুর্নীতি মামলায় হাইকোর্টে সওয়াল ৯৫২জন চাকরিপ্রাপকদের। '৯৫২জনের একাংশ বলছেন ওএমআর শিট আসল নয়, মিরর ইমেজ',
চাকরিপ্রাপকদের একাংশের অভিযোগ নিয়ে কমিশনের অবস্থান জানতে চাইল হাইকোর্ট। 'গোটা প্রক্রিয়াটাই ডিজিটাল, ডিজিটালি স্ক্যান করা হয় ওএমআর শিট', 'মূল্যায়নকারী সংস্থা তো স্ক্যান করেই নম্বর মূল্যায়ন করে পাঠায়',
ওএমআর শিট বিতর্কে হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন। 'কমিশনের ভুলের জন্য কি চাকরিপ্রাপকদের দায়ী করা যায়?', আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে প্রশ্ন বিচারপতি সুব্রত তালুকদারের।
এটা সংগঠিত অপরাধ, সবাই এর সঙ্গে যুক্ত, দাবি বিকাশ ভট্টাচার্যের। 'যে অভিযোগই হোক না কেন, চাকরিপ্রাপকদের বলার সুযোগ দিতে হলে এখনই দেওয়া প্রয়োজন', চাকরি চলে গেলে বলবেন কি করে? ডিভিশন বেঞ্চে সওয়াল রাজ্য সরকারের।