SSC Scam: নগদের বিনিময়ে নিয়োগপত্র দেওয়া হত অযোগ্য প্রার্থীদের
Continues below advertisement
নগদের বিনিময়ে নিয়োগপত্র দেওয়া হত অযোগ্য প্রার্থীদের। সরাসরি টাকার লেনদেন করতেন ২ মিডলম্যান প্রদীপ-প্রসন্ন। অযোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে তালিকা যেত শান্তিপ্রসাদের কাছে। তারপরেই নগদ টাকার বিনিময়ে অযোগ্যরা পেত চাকরির নিয়োগপত্র! অসংখ্য অযোগ্য প্রার্থীদের মার্কশিট, নিয়োগপত্র বাজেয়াপ্তের দাবি সিবিআইয়ের। বেআইনি নিয়োগের এই বিপুল টাকাই কি ছিল অর্পিতার ফ্ল্যাটে? জামিনের আর্জি খারিজ, এসএসসি দুর্নীতিকাণ্ডে জেল হেফাজতে শান্তিপ্রসাদ। শান্তিপ্রসাদ-সহ ২ মিডলম্যান প্রসন্ন, প্রদীপ সিংহেরও জেল হেফাজত
পার্থ-কল্যাণময়ের মতো গারদেই শারদ কাটবে প্রাক্তন উপদেষ্টা। প্রদীপকে জেরা করে প্রসন্নর অফিসে মিলেছে অযোগ্য প্রার্থীদের তালিকা। অযোগ্য প্রার্থীদের মার্কশিট বাজেয়াপ্ত করার দাবি সিবিআইয়ের।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital CBI ABP Ananda ABP Ananda Bengali News SSC Scam