SSC Verdict: SSC-মামলায় হাইকোর্টের নির্দেশ নিয়ে মামলাকারী আইনজীবীদের পরস্পরবিরোধী দুটি ব্য়াখ্য়া
Continues below advertisement
West Bengal News: SSC-মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) বিশেষ বেঞ্চের নির্দেশ নিয়ে মামলাকারী আইনজীবীদের পরস্পরবিরোধী দুটি ব্য়াখ্য়া। কেউ বলছেন, শুধু দুহাজার ষোলো সালের প্যানেল বাতিল হয়েছে তাই নয়, বাতিল হয়েছে পুরনো সমস্ত OMR-ও। তাই নতুন করে পরীক্ষা নিয়েই করতে হবে নিয়োগ। আরেকটা অংশ বলছেন, পুরনো OMR পুনর্মূল্যায়ন করেই নতুন করে নিয়োগ হবে। ABP Ananda Live
Continues below advertisement