SSC Scam Verdict: ১৬ জুলাই পরবর্তী শুনানি পর্যন্ত যোগ্য-অযোগ্য, সবার চাকরি বহাল। ABP Ananda Live
West Bengal News: মঙ্গলবার কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়ে, সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, যদি যোগ্য-অযোগ্য আলাদা করা সম্ভব হয়, তাহলে গোটা প্যানেল বাতিল করা অন্যায্য হবে। প্রশ্ন হল, SSC কি যোগ্য়-অযোগ্য় আলাদা করতে পারবে? সেটা করার মতো পর্যাপ্ত তথ্য় কি তাদের হাতে আছে? যোগ্য় আর অযোগ্য় প্রার্থীর তালিকা কি SSC-র কাছে আছে? মঙ্গলবার SSC-র তরফে সুপ্রিম কোর্টে মৌখিকভাবে জানানো হয়, যাদের চাকরি বাতিল হয়েছে, তার মধ্য়ে ১৯ হাজার যোগ্য়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় SSC-র আইনজীবীকে প্রশ্ন করেন, যোগ্য় এবং অযোগ্য় চাকরিপ্রার্থী কি আলাদা করা সম্ভব? এটা করার মতো কোনও তথ্য় নথি কি আছে? উত্তরে SSC-র আইনজীবী জানান, CBI-এর বাজেয়াপ্ত করা ডিজিটাল ডেটা দেখতে দেওয়া হলে যোগ্য়-অযোগ্য়দের আলাদা করা সম্ভব। আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের অনেকে প্রশ্ন তুলছেন, এতদিন ধরে হাইকোর্টে মামলা চলাকালীন এই কথা কেন বলেনি SSC? তাহলে তো যোগ্য় চাকরিপ্রার্থীদের রাস্তায় বসতে হত না? ABP Ananda Live