SSC Scam Verdict: ১৬ জুলাই পরবর্তী শুনানি পর্যন্ত যোগ্য-অযোগ্য, সবার চাকরি বহাল। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: মঙ্গলবার কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়ে, সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, যদি যোগ্য-অযোগ্য আলাদা করা সম্ভব হয়, তাহলে গোটা প্যানেল বাতিল করা অন্যায্য হবে। প্রশ্ন হল, SSC কি যোগ্য়-অযোগ্য় আলাদা করতে পারবে? সেটা করার মতো পর্যাপ্ত তথ্য় কি তাদের হাতে আছে? যোগ্য় আর অযোগ্য় প্রার্থীর তালিকা কি SSC-র কাছে আছে? মঙ্গলবার SSC-র তরফে সুপ্রিম কোর্টে মৌখিকভাবে জানানো হয়, যাদের চাকরি বাতিল হয়েছে, তার মধ্য়ে ১৯ হাজার যোগ্য়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় SSC-র আইনজীবীকে প্রশ্ন করেন, যোগ্য় এবং অযোগ্য় চাকরিপ্রার্থী কি আলাদা করা সম্ভব? এটা করার মতো কোনও তথ্য় নথি কি আছে? উত্তরে SSC-র আইনজীবী জানান, CBI-এর বাজেয়াপ্ত করা ডিজিটাল ডেটা দেখতে দেওয়া হলে যোগ্য়-অযোগ্য়দের আলাদা করা সম্ভব। আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের অনেকে প্রশ্ন তুলছেন, এতদিন ধরে হাইকোর্টে মামলা চলাকালীন এই কথা কেন বলেনি SSC? তাহলে তো যোগ্য় চাকরিপ্রার্থীদের রাস্তায় বসতে হত না? ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram