SSC Special Case: বিশেষ বেঞ্চে এসএসসি মামলার শুনানি, কমিশনের আইনজীবীর উত্তরে অসন্তুষ্ট বিচারপতি

Continues below advertisement

বিশেষ বেঞ্চে এসএসসি মামলার শুনানি
স্কুল সার্ভিস কমিশনের বোর্ডের সব সদস্যদের তলব করে আদালত
আজই উপস্থিত থাকার নির্দেশ দেয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ
দুপুর ১২:৩০ মধ্যে আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারপতি
নির্দিষ্ট সময়ের মধ্যে এজলাসে উপস্থিত হন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ আরও ২ সদস্য
আপনারা কী লুকোতে চাইছেন এবং কেন লুকোতে চাইছেন ? স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীকে প্রশ্ন বিচারপতির
মামলা থেকে সরে দাঁড়াতে চাইলেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী সুতনু পাত্র
সেটা কমিশনের বোর্ড মেম্বারদের উপস্থিতিতে ঠিক করবেন, জানালেন বিচারপতি
ওএমআর স্ক্যান এবং মূল্যায়নকারী সংস্থা এনওয়াই এসএ সংক্রান্ত কিছু প্রশ্ন করেন বিচারপতি দেবাংশু বসাক
স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী জানান যে আজ এই প্রশ্নের উত্তর দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়
'কমিশনের কাছ থেকে নির্দিষ্ট করে উত্তর নিয়ে তারপর জানাতে হবে'
'এভাবে শুনানি বন্ধ করা যায় না'
 যখনই কোন প্রশ্নের উত্তর চাওয়া হবে তখনই সময় চাইলে মামলা এগোবে কীভাবে ? - প্রশ্ন বিচারপতির
'এই এজলাসে কিভাবে শুনানি হয় আপনি দেখছেন'
 'ঠিক করে দাঁড়াবার মতো জায়গা থাকে না'
'শেষ চার পাঁচ দিন বসার মতো চেয়ার পাওয়া যায়নি'
অন্যরা কী বক্তব্য রাখছেন, বা আদালত কী প্রশ্ন করছে ঠিক করে লিখব কীভাবে ? প্রশ্ন কমিশনের আইনজীবীর
 'কী করা যাবে বলুন? আমরা জানি যে এই এজলাস ছোট' 
এসএসসি র মতো বড় বড় অত বাড়ি আমাদের নেই যে একটি বাড়ি থেকে সুপারিশ পত্র দেওয়া হবে, একটি বাড়ি থেকে এসএমএস পাঠানো হবে। - মন্তব্য বিচারপতির। 
বৈদ্যুতিন নথির এবিসিডি জানে না সিবিআই - সওয়াল বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী প্রতীক ধরের
সম্প্রতি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে একটি হলফনামা পেশ করে সিবিআই
সেখানে ডাটা স্ক্য়ানটেক নামে একটি সংস্থার উল্লেখ করা হয়
ওএমআর মূল্যায়ন এবং স্ক্যান করার ক্ষেত্রে এই সংস্থার ভূমিকা আছে বলে জানায় সিবিআই
সিবিআই-এর এই হলফনামা আপনি পড়েছেন ? - স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে প্রশ্ন বিচারপতির
এই নাম আমি প্রথমবারের জন্য শুনলাম, - জানালেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার
'ফেব্রুয়ারি মাসে এই হলফনামা দাখিল হয়েছে। সেটা পড়ে দেখার সময় পাননি ' 
কত মানুষের জীবন জড়িত আছে এর সঙ্গে। - মন্তব্য বিচারপতির
আগামী সোমবার পর্যন্ত সময় দিন, সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। - জানালেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার
 সোমবার পরবর্তী শুনানি

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram