TMC News: দাগি তালিকায় শাসক নেতা ও ঘনিষ্ঠদের ভিড়। তালিকায় বারাসাত ১ ব্লকের তৃণমূল নেতার ছেলে
ABP Ananda LIVE: দাগি তালিকায় শাসক নেতা ও ঘনিষ্ঠদের ভিড়। তালিকায় বারাসাত ১ ব্লকের তৃণমূল নেতার ছেলে, উঃ দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি, হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্যের নাম। দাগি চাকরিহারাদের তালিকায় বারাসাতের তৃণমূল নেতার ছেলে। বারাসাত ১ ব্লক সভাপতি মহম্মদ ইশা হক সর্দারের ছেলে মহম্মদ নাজিবুল্লার নাম। এসএসসির দাগি তালিকায় ৭৯১ নম্বরে নাম মহম্মদ নাজিবুল্লার। 'তৃণমূল, সিপিএম, বিজেপি দেখে চাকরি হয় না'। আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, দাবি নাজিবুল্লার । আইনি পথেই লড়াই করব, মন্তব্য নাজিবুল্লার ।
কৃষ্ণনগরে ছাত্রীকে গুলি করে খুন কাণ্ডে প্রথম গ্রেফতার, পুলিশের জােলে মূল অভিযুক্ত দেশরাজ সিংহর মামা
কৃষ্ণনগরে ছাত্রীকে গুলি করে খুন কাণ্ডে প্রথম গ্রেফতার। পুলিশের জােলে মূল অভিযুক্ত দেশরাজ সিংহর মামা। গুজরাতের জামনগর থেকে গ্রেফতার দেশরাজের মামা কুলদীপ সিংহ। খুনের কথা জেনেও দেশরাজকে আশ্রয়, পালাতে সাহায্যের অভিযোগ। ভুয়ো নথি বানিয়ে দেশরাজকে পালাতে সাহায্য করেন মামা, দাবি পুলিশ সূত্রে। উত্তরপ্রদেশের দেউড়িয়ার বাসিন্দা কুলদীপ প্রাক্তন সেনা কর্মী। বর্তমানে কুলদীপ সিংহ গুজরাতের জামনগরে কর্মরত। ছাত্রী খুনের প্রায় এক সপ্তাহ পরও অধরা মূল অভিযুক্ত দেশরাজ সিংহ।