SSC:SSC-র আন্দোলনেরত ব্লাড ক্যান্সার আক্রান্ত আন্দোলনকারীকে ডেকে পাঠালেন বিচারপতি।Bangla News
Continues below advertisement
৩৫০ দিন ধরে SSC-র আন্দোলনে বীরভূমের নলহাটির সোমা দাস। সংবাদমাধ্যমে ছবি দেখে এক আন্দোলঙ্কারীকে ডেকে পাঠালেন প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আন্দোলনকারী সোমা দাস ব্লাড ক্যান্সার আক্রান্ত। অন্য কোথাও চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথাও জানান বিচারপতি। কিন্তু মানা করে দেন সোমা, তিনি বলেন ‘শিক্ষক হওয়াটাই স্বপ্ন, জীবনের সঙ্গে লড়ছি, এটাও লড়ব’।
Continues below advertisement
Tags :
ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ SSC TMC Clash Abhijit Gangopadhyay এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এসএসসি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবিপি আনন্দ