Teacher Protest:'আমরা পরিবার ছেড়ে রাস্তায় বসে আছি নাটক করতে ?' ফিরহাদ হাকিমের পাল্টা জবাব চাকরিহারার
ABP Ananda Live: 'এই কথা উনি বলতে পারেন না। দিনের পর দিন আমরা পরিবার ছেড়ে রাস্তায় বসে আছি নাটক করতে ?' ফিরহাদ হাকিমের পাল্টা জবাব চাকরিহারা।
নলবনে যুবকের গলাকাটা দেহ উদ্ধার !
নলবনে যুবকের গলাকাটা দেহ! লেদার কমপ্লেক্স থানার নলবনে গলাকাটা দেহ! আনন্দপুরের বাসিন্দা রাজা মণ্ডল নামে যুবকের দেহ উদ্ধার
সম্পর্কের টানাপোড়েনেই খুন বলে সন্দেহ পুলিশের। গলার নলি কেটে খুন, একাধিক ধারালো অস্ত্রের আঘাত। পিকনিক করার জন্য ডেকে মদের আসরে খুন, সন্দেহ পুলিশের। লেদার কমপ্লেক্সের কাঁটাতলার ১ বাসিন্দার খোঁজে পুলিশ।
ডানকুনিতে গ্রেফতার এক বাংলাদেশী
ডানকুনিতে গ্রেফতার এক বাংলাদেশী। গোয়েন্দা বিভাগের তথ্য পেয়ে ডানকুনির মনোহরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মহম্মদ সাহাদাত হোসেনকে। আজ তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।
Tags :
Teachers Protest Supreme Court West Bengal Fired Education Education Minister Sacked Teacher Protest KOLKATA