SSKM Hospital: SSKM হাসপাতালে মহিলা ওয়ার্ডের ভিতর ফের বহিরাগত !

Continues below advertisement

ABP Ananda LIVE: SSKM হাসপাতালে মহিলা ওয়ার্ডের ভিতর ফের বহিরাগত! নিজেকে হাসপাতাল কর্মী বলে মত্ত অবস্থায় অবাধ বিচরণের অভিযোগ। ধরা পড়ার পর বেরোল পুরসভা কর্মীর পরিচয়পত্র। মেন ব্লকের কেবল ওয়ার্ডে ঢুকেছিল ওই বহিরাগত। গতকাল বেলার দিকে ওয়ার্ডে ওই বহিরাগতর অস্তিত্ব টের পান ওয়ার্ডের নার্সরা। বহিরাগত মত্ত অবস্থায় ঢুকে পড়েছিল ওয়ার্ডে। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে ওই ব্যক্তি বলেন তিনি পুরসভার কর্মী

 

 

 'তৃণমূল কর্মীরা লাঠি ধরা ভুলে যায়নি, শুধু বারণ আছে', SIR নিয়ে হুমকি তৃণমূল নেতার

'তৃণমূল কর্মীরা লাঠি ধরা ভুলে যায়নি, শুধু বারণ আছে। একবার লাঠি ধরতে বললে গাড়ি আস্ত থাকবে না, টিকি খুঁজে পাওয়া যাবে না', এসআইআর নিয়ে খোদ বিজেপি বিধায়কের বাড়ির সামনে সভা করে হুমকি তৃণমূল নেতার। বিজেপি বিধায়ককে হুমকি বাঁকুড়ার ইন্দাস ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদের। এসআইআর আবহে ইন্দাসে শুরু ফর্ম বিলি, পাল্টা প্রচারে তৃণমূল কংগ্রেস। টোটোয় চড়ে প্রচারের সময় হুমকি দেওয়ার অভিযোগ ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়ার বিরুদ্ধে। পাল্টা কুশমুড়ি বাজারে প্রতিবাদ সভা তৃণমূল কংগ্রেসের। ইট মারলে পাটকেল খেতে হবে, পাল্টা হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola