RG Kar Case: বিচার চেয়ে ভবানীপুরে পথে সেন্ট জনস ডায়োসেশান গার্লস হাইস্কুলের প্রাক্তনীরা। ABP Ananda Live

Continues below advertisement

ভবানীপুরে সেন্ট জনস ডায়োসেশান গার্লস হাইস্কুলের প্রাক্তনীরা পথে। আর জি কর কাণ্ডের প্রতিবাদ অব্যাহত। এবার পথে নামলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা। কালো পোশাক পরে, উলু দিয়ে মিছিল। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আজও সরব কলকাতা। কলেজ স্কোয়ার থেকে নাগরিক সমাজের মিছিল। সেলিব্রিটি থেকে আমজনতা মিছিলে সামিল সবাই।  

৯ অগাস্ট রাতে আরজি কর মেডিক্যালে ঠিক কী ঘটেছিল, জানাচ্ছেন জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। 'মৃত ঘোষণা করতেও হাসপাতাল ঘণ্টার পর ঘণ্টা দেরি করে। কেন এই দেরি হাসপাতালের তরফে?' প্রশ্ন তুললেন ঘটনার দিন জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাপস প্রামাণিক। 'বেলা পৌনে ১২টা নাগাদ গ্রুপ মেসেজে খবর পাই, ১২টা ৪৪ নাগাদ টালা পুলিশ এসে টিকিট বের করে। অথচ ১০টা ১০ মিনিটে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল। ১০টা ১০ মিনিটে পুলিশ রিপোর্ট আর দুপুর পৌনে ১টায় মৃত ঘোষণা কীভাবে?' প্রশ্ন তুললেন ঘটনার দিন আর জি কর মেডিক্যালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাপস প্রামাণিক।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram