Governor: মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে পশ্চিমবঙ্গের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্য়পালের

Continues below advertisement

ABP Ananda LIVE: আরও তীব্র হল রাজ্য়-রাজ্য়পাল সংঘাত। এবার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে পশ্চিমবঙ্গের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন রাজ্য়পাল। শনিবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক করেন সি ভি আনন্দ বোস। এরপরে রাজভবনের তরফে বিবৃতি দিয়ে বাংলায় অর্থনৈতিক ভাঙন শুরু হয়েছে বলে অভিযোগ তোলা হল। যুক্তরষ্ট্রীয় কাঠামোয় রাজ্য়পালের ভূমিকা নিয়ে দু'জনের মধ্য়ে কথা হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। বরানগর ও ভগবানোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ ঘিরে টানাপোড়েনের মাঝেই রাজ্য়পালের রাজ্য়ের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি চলতি সংঘাতে নতুন মাত্রা যোগ করল।

রাজমিস্ত্রির ছদ্মবেশে জঙ্গি! জালে বাংলাদেশের জঙ্গি সংগঠনের আরেক সদস্য । চেন্নাই থেকে শাহাদত মডিউলের আরেক সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার । 'রাজমিস্ত্রি সেজে ভিনরাজ্যের যুবকদের মগজ ধোলাই করত ধৃত আনোয়ার শেখ'। মঙ্গলকোটের বাসিন্দাকে আনোয়ারকে গ্রেফতার করে দাবি রাজ্য এসটিএফের । ধৃত আনোয়ার, হাবিবুল্লার ঘনিষ্ঠ সহযোগী এবং আনসার-আল-ইসলাম ওরফে শাহাদাতের সদস্য। শাহাদত মডিউলের খোঁজ পাওয়ার পর কাঁকসা থেকে প্রথম হাবিবুল্লাকে গ্রেফতার। এরপর হাওড়া স্টেশন থেকে হাবিবুল্লার আরেক সহযোগী গ্রেফতার । এখনও পর্যন্ত বেঙ্গল এসটিএফের হাতে শাহাদত মডিউলের ৩ জন গ্রেফতার । 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram