WBJEE Results 2024: প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম কিংশুক পাত্র, বাঁকুড়া জেলা স্কুল | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE : প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল । প্রথম: কিংশুক পাত্র, বাঁকুড়া জেলা স্কুল । দ্বিতীয়: শুভদীপ পাল, কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল । তৃতীয়: বিবস্বন বিশ্বাস, বিশপ মরো স্কুল, কৃষ্ণনগর । চতুর্থ: ইরাদ্রি বসু খণ্ড, দার্জিলিং পাবলিক স্কুল, ডাবগ্রাম-ফুলবাড়ি । পঞ্চম: ময়ূখ চৌধুরী, সাউথ পয়েন্ট স্কুল, বালিগঞ্জ

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ২০২৪-এর ফলাফল। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে (WBJEE Results 2024) জানানো হল ফলাফল। পূর্ব বিজ্ঞপ্তি অনুসারে আজ ৬ জুন বৃহস্পতিবার বেলা ২.৩০টার সময় কলকাতার সল্টলেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দফতরে প্রেস কনফারেন্সে ফলাফল প্রকাশ করা হয়। তবে আজ বিকেল ৪টার পর থেকেই পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল দেখতে পাবেন।

এই বছর ২৮ এপ্রিল রবিবার ছিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা (WBJEE Results 2024)। এই বছর মোট ১ লক্ষ ৪২ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী জয়েন্টে বসেছিলেন। পেপার ১ ও পেপার ২-এর দুটি পরীক্ষা আয়োজিত হয়েছিল দুটি শিফটে। প্রথম শিফট ছিল সকাল ১১টা থেকে ১টা এবং দ্বিতীয় শিফট ছিল বেলা ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। এরপর বিগত ৬ মে এই পরীক্ষার প্রভিশনাল আন্সার কি প্রকাশ পায়, ২৪ মে পর্যন্ত সেই আন্সার কি-তে চ্যালেঞ্জ জানানো যেত। এবার আনুষ্ঠানিক ফলপ্রকাশ। আজ বিকেল ৪টের পর থেকে পরীক্ষার্থীরা www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইট থেকে জয়েন্ট এন্ট্রান্সের র‍্যাঙ্ককার্ড বা স্কোরকার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram