Sukanta Majumdar: বিজেপি চুপ করে বসে থাকবে না, প্রত্যুত্তর দেবে', হুঙ্কার সুকান্তর | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ঘরছাড়া বিজেপি কর্মীদের দেখতে মাহেশ্বরী ভবনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(sukanta majumdar)।ভোটের পর একের পর এক বিজেপি কর্মীর উপর হামলা, পাল্টা হুঙ্কার সুকান্তর। 'বিজেপি চুপ করে বসে থাকবে না, প্রত্যুত্তর দেবে'। 'তখন কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে'। 'তৃণমূল সংযত না হলে পাল্টা মারব'। মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি রাজ্য বিজেপির সভাপতির।

জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথের তোড়জোড় মোদির (PM Narendra Modi)। রাষ্ট্রপতিভবনে গিয়ে দেখা করলেন দ্রৌপদী মুর্মুর সঙ্গে। রাজনীতিতে উত্থান-পতন থাকে, বললেন মন্ত্রিসভার বৈঠকে। বিপুল সাফল্যের পর দলের নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডাকলেন তৃণমূলনেত্রী (CM Mamata Banerjee)। শনিবার কালীঘাটে দলের নবনির্বাচিত প্রার্থীদের সঙ্গে বৈঠক। ঠিক হবে সংসদে দলের রণনীতি, খবর সূত্রের। বাংলায় বিপুল জয়ের পর মুখ খুললেন অভিষেক (Abhishek Banerjee)। বিজেপিকে (BJP News) তীব্র আক্রমণ। ৯৯ আসন জিতে ফের ইন্ডিয়ার মধ্যমণি কংগ্রেস (Congress News)। রণকৌশল ঠিক করতে সন্ধ্যায় খাড়গের (Mallikarjun Kharge) বাড়িতে বৈঠকে ২৭ দল। পৌঁছলেন শরদ, স্ট্যালিন, তেজস্বী। তৃণমূলের (TMC News) তরফে যাচ্ছেন অভিষেক (Abhsehke Banerjee)। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram