State vs Governor: 'সাংবিধানিক রীতিনীতি অগ্রাহ্য করার মনোভাব', বিধানসভার অধ্যক্ষের মন্তব্যে 'উদ্বিগ্ন' রাজ্যপাল | Bangla News

Continues below advertisement

রাজভবন নবান্ন (Nabanna) সংঘাতের প্রেক্ষিতে বিধানসভায় রাজ্যপালের (Jagdeep Dhankhar) বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা যায় কি না, তা খতিয়ে দেখছে শাসকদল। অম্বেডকরের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে রাজ্যপালের রাজ্য সরকারকে (State Government) আক্রমণের প্রেক্ষিতে সংঘাত তুঙ্গে। বিধানসভার অধ্যক্ষ জানিয়েছিলেন, এরপর স্বতঃপ্রণোদিত হয়ে রাজ্যপাল বিধানসভায় আসতে চাইলে জানতে চাওয়া হবে, উনি কেন আসছেন। পাল্টা রাজভবনের তরফে এক প্রেস রিলিজে জানানো হয়েছে, জগদীপ ধনকড় অধ্যক্ষের এই অবস্থানে উদ্বিগ্ন। সাংবিধানিক রীতিনীতি না জানা বা অগ্রাহ্য করার মনোভাব এতে প্রকাশ পেয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যপাল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram