Ananda Khobor: এখনো কার্যত অচল বিচারপতি মান্থার এজলাস, অধিকাংশ মামলায় অনুপস্থিত সরকারি আইনজীবীরা

Continues below advertisement

বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির বাইরে পোস্টার, এজলাসের বাইরে আইনজীবীদের একাংশের বিক্ষোভ ঘিরে বিতর্কের রেশ বহুদূর গড়িয়েছে। বিষয়টি নিয়ে আদালত অবমাননার রুল জারি করে, নির্দেশনামায় কড়া মন্তব্য করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিশৃঙ্খলার কড়া সমালোচনা করেছে বিরোধীরাও।

হাইকোর্টে বেনজির বিশৃঙ্খলা, আঁচ দিল্লিতেও। আইনজীবীদের একাংশের অভিযোগ পেয়ে সক্রিয় বার কাউন্সিল অব ইন্ডিয়া। আসছে ৩ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। প্রতিনিধি দলে থাকছেন রবীন্দ্র রায়জাদা, অশোক মেহতা এবং বন্দন কউর গ্রোভার. হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলবেন তাঁরা। বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদকের সঙ্গেও হবে কথা। কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গেও কথা বলবেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সংগ্রহ করা হবে সিসি ক্যামেরার ফুটেজ, অন্যান্য ছবি । ১৭ জানুয়ারির মধ্যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে রিপোর্ট পেশ করবে টি। 

গত ১২ দিনে ৫.৪ সেন্টিমিটার বসে গেছে জোশীমঠ! এমনই উদ্বেগজনক তথ্য় মিলল ইসরোর রিপোর্টে। একের পর এক বাড়িতে ফাটল বাড়ছে। হোটেল মালারি ইন ও মাউন্ট ভিউ, পাশাপাশি দুটি হোটেল ভাঙা শুরু হয়েছে। হোটেলের পিছনের দিকে ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে। সেখানকার বাসিন্দাদের সরানো হয়েছে। দুর্ঘটনা এড়াতে হোটেলের এক একটা তলা ধীরে ধীরে ভেঙে সরানো হচ্ছে। বিপজ্জনক বাড়িগুলিতে রেড ক্রস দিয়ে চিহ্নিত করা হয়েছে। সেখান থেকে বাসিন্দাদের সরানো হয়েছে। আজ দেহরাদুনে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ক্যাবিনেট বৈঠক করবেন। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram