WB Budget 2023: ক্ষুদ্রশিল্পে রেকর্ড সাফল্য, দেউচা-পাঁচামি-বানতলায় আরও কর্মসংস্থান, জানাল রাজ্য
'৩ লক্ষ ৭১ হাজার দুয়ারে সরকারের শিবির আয়োজিত হয়েছে''এতে ৯ কোটির বেশি মানুষ উপকৃত হয়েছেন'' বাংলায় আর্থিক বৃদ্ধি ৮.৪১ শতাংশ হবে বলে আশা''স্বনির্ভর গোষ্ঠীকে ঋণদান, গ্রামীণ আবাস প্রকল্পে আমরা দেশের মধ্যে শীর্ষে''মূল্যবৃদ্ধিতে দেশের মানুষের নাভিশ্বাস''জিএসটি রিটার্ন জমা ৭০ থেকে ৯৫ শতাংশে উন্নীত হয়েছে''জিএসটি রাজস্বের বৃদ্ধির হার ২৪.৪৬ শতাংশ, যা সর্বভারতীয় ক্ষেত্রের তুলনায় বেশি''স্ট্যাম্প ডিউটি আগেই কমানো হয়েছে''ফলে ৪৪ লক্ষের বেশি ছোট ফ্ল্যাট মালিক উপকৃত হয়েছেন''অনগ্রসর ওবিসি পড়ুয়াদের জন্য বৃত্তি ঘোষণায় উপকৃত হয়েছেন ছাত্র-ছাত্রীরা''স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ হিসাবে দেওয়া হয়েছে ১৩ হাজার ৬৬০ কোটি টাকা''এক্ষেত্রে বরাদ্দ বেড়েছে ২৫ গুণ''শস্যবিমা চালু করায় কৃষি উৎপাদনে বৃদ্ধি''ডাল-তৈলবীজ উৎপাদনে ব্যবহৃত জমির পরিমাণ বেড়েছে''খাদ্যসাথী হিসেবে ৯ কোটির বেশি মানুষকে যুক্ত করা হয়েছে''১০০ দিনের প্রকল্পে কেন্দ্র বরাদ্দ কমিয়েছে, যা লজ্জাজনক''মিড ডে মিলের বরাদ্দও কমিয়ে দিয়েছে কেন্দ্র''বানতলা লেদার হাবে ৩ লক্ষ মানুষের কর্মসংস্থান''আগামীদিনে আরও ২ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে''রাজ্যে এমএসএমই-র সংখ্যা ৯০ লক্ষ''ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক করিডর নির্মাণে গুরুত্ব'