Student Agitation at RBU : দূরশিক্ষা বিভাগের বিষয় কমায় রবীন্দ্র ভারতীর সল্টলেক ক্যাম্পাসে বিক্ষোভ পড়ুয়াদের
Continues below advertisement
রবীন্দ্র ভারতীতে দূরশিক্ষা বিভাগের বিষয় হ্রাস। দূরশিক্ষায় বিষয়ের সংখ্যা ১১ থেকে কমে হল ৬। প্রতিবাদে রবীন্দ্র ভারতীর সল্টলেক ক্যাম্পাসে বিক্ষোভ পড়ুয়াদের। দূরশিক্ষা বিভাগের ডিরেক্টরের ঘর বন্ধ করে বিক্ষোভ। উপাচার্যর কাছে ইস্তফাপত্র পাঠালেন ডিরেক্টর আশিসকুমার দাস।
Continues below advertisement