Panchayat Election 2023: 'এই সংস্কৃতির বদল দরকার', ভোট-হিংসা নিয়ে এবার সরব শিল্পী শুভাপ্রসন্ন

Continues below advertisement

ভোট-হিংসা নিয়ে এবার সরব শিল্পী শুভাপ্রসন্ন। রাজ্যে পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) আগে ও ভোটের দিন হিংসার বলি হতে হয়েছে অনেককে। এবার শিল্পী শুভাপ্রসন্ন বলছেন, ''ভোটে এমন হিংসা দেশে কোথাও হয় না। গণতন্ত্রের উৎসবে এত মৃত্যু! এই সংস্কৃতির বদল দরকার। এত প্রাণ কেন কেন যাবে! এটা মনীষীদের পীঠস্থান। এই বাংলায় পরিবর্তন দরকার। আবার আমরা মিছিল করব, যেমন আগে নেমেছিলাম।''

উল্লেখ্য, এবারের ভোটের অনেক আগে থেকেই অশান্ত ছিল বাংলা। রক্তস্নাত ২০২৩-এর পঞ্চায়েত ভোট। উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় অশান্তির ছবি। পঞ্চায়েত ভোট ঘোষণার দিন থেকে গত ৩২ দিনে মোট ৩৫ জন প্রাণ হারিয়েছিলেন বাংলায়। শুধু ভোটের দিনই নিহত হন ১৫ জন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram