Subodh Singh Update: 'গ্যাংস্টার সুবোধ সিংহের নির্দেশেই ব্যবসায়ীকে হুমকি ফোন', জেরায় স্বীকার সুবোধের শাগরেদের। ABP Ananda Live

Continues below advertisement

'গ্যাংস্টার সুবোধ সিংহের নির্দেশেই ব্যবসায়ীকে হুমকি ফোন', জেরায় স্বীকার সুবোধের অন্যতম শাগরেদ রওশন যাদবের, পুলিশ সূত্রে খবর। 'ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভকতকে হুমকি ফোনের কথা স্বীকার রওশনের', বিহারের বেউড় জেল থেকে রাজ্যে আনা হয়েছে রওশন ওরফে তাঁতিয়াকে। ব্যবসায়ীকে হুমকি ফোন থেকে মণীশ শুক্লা খুন। একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রওশনের বিরুদ্ধে।

'সিআইডি চাইছে, কলকাতায় যাচ্ছি। কিন্তু কলকাতায় আমাকে রাখা যাবে না', শহরে আনার আগের দিন ফোন করে একথা বলে বিহারের গ্যাংস্টার সুবোধ সিং। চাঞ্চল্যকর দাবি করলেন বিটি রোডে আক্রান্ত ব্যবসায়ী অজয় মণ্ডল। হামলাকারীদের অস্ত্র সরবরাহ করে সুবোধের শাগরেদ সাহিল। বিহার থেকে অস্ত্র ও বাইকে এনে হাতবদল হয় হাওড়ার হোটেলে, দাবি রাজ্য পুলিশের।

ফোনটা পেয়েই চমকে গিয়েছিলেন বিটি রোডে আক্রান্ত ব্য়বসায়ী। কারণ তাঁর দাবি, ফোনের ওপারে ছিল বিহারের গ্যাংস্টার! বিহার থেকে বাংলায় আনার আগের দিনও এরকম বেপরোয়া ছিল সুবোধ সিং। রাজ্য পুলিশ সূত্রে চাঞ্চল্যকর দাবি, দেড় দশকেরও বেশি সময়ের মধ্যে দফায় দফায় বাংলায় এসে অপরাধের জাল বিছিয়েছে সুবোধ। নিয়ন্ত্রণ কায়েম করতে চেয়েছে উত্তর ২৪ পরগনার খড়দা, টিটাগড় অঞ্চলে। পাশাপাশি, অজয়কে কাজে লাগিয়ে তাঁর প্রোমোটিং সহ বিভিন্ন ব্যবসায় ঢুকতে চেয়েছিল সুবোধ। ভয় দেখিয়ে ব্যবসায়ী নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল বিহারের গ্যাংস্টার।

গত ১৫ জুন, দুপুরে জনবহুল বিটি রোডে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি ধাওয়া করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। পরের দিন ব্যবসায়ী দাবি করেন, বিহার থেকে তাঁকে ফোন করে হমকি দিচ্ছে গ্যাংস্টার সুবোধ সিং। এর ২দিন পর, ব্যারাকপুরের আরও এক ব্যবসায়ী তাপস ভকতকে হুমকি-ফোনের অভিযোগ সামনে আসে।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram