Sujan Chakraborty: 'প্রধানমন্ত্রী রামের প্রসঙ্গ টেনে অনৈতিহাসিক কথা বলছেন', মোদিকে তীব্র আক্রমণ সুজনের | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে দেখেই রাজনীতির ময়দানে নেমেছেন বলে জানান কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়। বলেন, "আপনাকে দেখেই আমি লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছি। বাংলার মানুষ তৃণমূলের উপর অত্যন্ত অসন্তুষ্ট। আমি ইতিবাচক ভাবে চেষ্টা করছি। আপনি আমাকে গাইড করলে আশাকরি জয়ী হয়ে আপনার সঙ্গে কাজ করতে পারব। ৩০০ বছর আগে সনাতন ধর্ম বাঁচানোর জন্য কৃষ্ণনগরের রাজ পরিবারের ব্রিটিশদের সঙ্গে হাত মেলানোর বিষয়টিকে নিয়ে অপপ্রচার চলছে। আমাদের পরিবারকে গদ্দার বলে পরিচয় দেওয়ার চেষ্টা চলছে। সেই সময় ব্রিটিশদের সঙ্গে হাত না মেলালে সনাতন ধর্ম থাকত না।" এর উত্তরে মোদি বলেন এটাই তৃণমূলের দ্বিচারিতা। নিজেদের পাপ লুকোতেই ওরা এই ধরনের প্রচার করবে। আবার রামের জন্মের প্রমাণও চাইবে।"
Continues below advertisement