Recruitment Scam: মানিকের ফোনে কালীঘাটের কাকু-র হোয়াটসঅ্যাপ চ্যাট, হাইকোর্টে রিপোর্ট ইডি-র
Continues below advertisement
Manik Bhattacharya : মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) মোবাইল থেকে মিলেছে সুজয় কৃষ্ণ ভদ্রের (Sujoy Krishna Bhadra) হোয়াটসঅ্যাপ চ্যাট, হাইকোর্টে (Calcutta High Court) রিপোর্ট ইডি-র (ED)। ২০১৮ থেকে মানিক ভট্টাচার্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন 'কালীঘাটের কাকু', দাবি ইডির (Enforcement Directorate)। নিজের প্রার্থীদের নিয়োগের জন্য তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের দফতরে নিয়মিত যেতেন সুজয়কৃষ্ণ, দাবি ইডির। '২০১৪-র টেট প্রার্থীদের অ্যাডমিট কার্ড, মার্কশিট মানিক ভট্টাচার্যের মোবাইলে হোয়াটস অ্যাপের এর মাধ্যমে পাঠিয়েছিলেন সুজয়কৃষ্ণ'। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এই সংক্রান্ত নথি মুছে ফেলতে নির্দেশ দেন সুজয়কৃষ্ণ, দাবি ইডির। 'যদিও এই সমস্ত দাবি অস্বীকার করেছেন সুজয় কৃষ্ণ', তিনি তদন্তে কোনওরকম সহযোগিতা করছেন না, জানাল ইডি।
Continues below advertisement