Sujay krishna Bhadra: চাকরিবিক্রিতে সক্রিয় যোগ সুজয়কৃষ্ণের, আদালতে দাবি ED-র | ABP Ananda Live
Sujay krishna Bhadra: নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্যের সঙ্গে সংযোগের কথা উঠে এসেছে ইতিমধ্যেই (SSC Case)।পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গেও 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) লেনদেন ছিল বলে এ বার দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ তদন্তকারীদের সে কথা জানিয়েছেন বলে আদালতে জানাল ED.