ED Raid at Sujit Basu House: ইডি-র স্ক্যানারে এবার সুজিত বসু, সাতসকালে ঘণ্টার পর ঘণ্টা ধরে চলছে জিজ্ঞাসাবাদ ও নথি সংগ্রহ
Continues below advertisement
দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি। সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়িতেই কেন্দ্রীয় এজেন্সির হানা। জানা যাচ্ছে, ভোর হতে না হতেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এলাকায় পৌঁছয় ইডি আধিকারিকরা ও কেন্দ্রীয় বাহিনী। চত্বর ছেয়ে যায় কেন্দ্রীয় বাহিনীতে। তারপর সুজিত বসু যে বাড়িতে থাকেন সেখানে পৌঁছন ইডির টিম। সেখানে বহুক্ষণ কলিং বেল বাজানোর পর নাকি দরজা খোলা হয়। সূত্রের খবর, ইতিমধ্যেই শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।
Continues below advertisement
Tags :
Sujit Basu Bangla News ED Raid ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel #POLITICS