Sukanta Majumdar: রাজভবনে একান্ত বৈঠকে সুকান্ত - রাজ্যপাল, প্রথম কোনও বিজেপি নেতার সঙ্গে বৈঠক রাজ্যপালের | ABP Ananda LIVE
রাজভবনে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । রাজ্যপালের সঙ্গে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে একান্ত বৈঠকরাজভবনে প্রথম কোনও বিজেপি নেতার (BJP Leader) সঙ্গে একান্তে প্রায় ২ ঘণ্টার বৈঠক করেন রাজ্যপাল (Raj Bhawan) সি ভি আনন্দ বোস (C.V Ananda Bose)। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন রাজ্যপাল, দাবি করেন সুকান্ত। বিজেপি রাজ্য সভাপতির দাবি, ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের সময় তৈরি লোকায়ুক্ত ভেঙে দিতে অর্ডিন্যান্স আনার কথা বলেছেন রাজ্যপাল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে হিংসা ঢুকছে, এটা অভিপ্রেত নয়, জানিয়েছেন সি ভি আনন্দ বোস, দাবি সুকান্ত মজুমদারের
সকালে আনন্দপুরে (AnandaPur) রাজ্যপালের অনুষ্ঠানস্থলের কাছেই নো পার্কিং জোনে রহস্যজনকভাবে দাঁড়িয়ে ফাঁকা ট্যাক্সি। সন্দেহ হয় পুলিশের। নম্বর দেখে গাড়ির মালিককে ফোন করতেই মিলল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, গাড়ির মালিক জানান, গত ডিসেম্বরে ট্যাক্সি চুরি যায়। তিলজলা থানায় অভিযোগও দায়ের হয়। মাসদুয়েক পর, আজ সকালে আনন্দপুরে (Anandapur) রাজ্যপালের অনুষ্ঠানস্থলের কাছেই নো পার্কিং জোন থেকে চুরি যাওয়া ট্যাক্সি উদ্ধার করে তিলজলা ট্রাফিক গার্ডের পুলিশ। মাসদুয়েক ধরে ওই এলাকায় কেন ট্যাক্সিটিকে ফেলে রাখা হয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে।