Jadavpur University : 'এই মৃত্য়ুর দায় প্রশাসনের, ধিক্কার রাজ্য সরকার', যাদবপুর পড়ুয়া মৃত্যুতে সরব সুকান্ত

Continues below advertisement

যাদবপুরে পড়ুয়ার রহস্যমৃত্যুর জন্য কি দায়ী র‍্যাগিং? উঠছে প্রশ্ন।  এই মৃত্যুতে সরাসরি প্রশাসনকে ধিক্কার দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি তাঁর X-অ্যাকাউন্টে লিখেছেন, 'প্রশাসনিক মদত ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিএমসিপি, এসএফআই-এর মতো ছাত্র সংগঠনগুলো র‍্যাগিং চালাতে পারে না।  স্বপ্নদীপকে নিজের প্রাণ দিয়ে তার মূল্য দিতে হল, এই মৃত্য়ুর দায় প্রশাসনের, ধিক্কার রাজ্য সরকার।', সোশাল মিডিয়ায় লিখেছেন সুকান্ত মজুমদার।

পাল্টা জবাব দিয়েছেন ব্রাত্য বসুও।  'বিজেপি এখন রাজ্য়ের প্রত্য়েকটি দুর্ভাগ্যজনক ঘটনাতেই রাজ্য সরকারের দোষ খুঁজে পায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় তো রাজ্যপালের নিয়ন্ত্রণে! তাহলে এটা তো তাঁরই ব্য়র্থতা!' সোশাল মিডিয়ায় পাল্টা আক্রমণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram