Sukanta Majumdar: 'মডার্ন যুগের মডার্ন বিন তুঘলক', মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ সুকান্তর | Bangla News

Continues below advertisement

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে উত্তরকন্যায় আদিবাসী উন্নয়ন পর্ষদের বৈঠক মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ছাড়াও বৈঠকে দফতরের মন্ত্রী বুলুচিক বরাইক সহ সচিব, আধিকারিকরা। এই বৈঠকে আদিবাসী সম্প্রদায়ের নির্বাচিত জনপ্রতিনিধিদেরও আবেদন জানানো হয়। তাঁদের মধ্যে ছিলেন বিজেপির জনপ্রতিনিধিরাও। আদিবাসী উন্নয়ন পরিষদের এই বৈঠকে যোগ দিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকে। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সূত্রের খবর, তিনি জানিয়েছেন কলকাতায় থাকায় যেতে পারছেন না। পাঠানো হচ্ছে ২ প্রতিনিধিকে। বিজেপি নেতাদের এই বৈঠকে যোগ প্রসঙ্গে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এসব মুখ্যমন্ত্রীর স্ট্র্যাটেজি। ইতিহাসে আমরা বিন তুঘলকের কথা পড়েছি। তিনি কখন কী সিদ্ধান্ত নিতেন বুঝতে পারতাম না। এখনকার মডার্ন যুগের মডার্ন বিন তুঘলক।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram