Raju Jha : রাজুর কাছে তৃণমূলের গোপন তথ্য ছিল? কীসের ইঙ্গিত সুকান্তর ?

Continues below advertisement

শক্তিগড়ে শ্যুটআউটে (Shaktigarh Shootout) খুন দুর্গাপুরের (Durgapur) কয়লা মাফিয়া রাজু ঝা!(Raju Jha) খুনের নেপথ্যে রয়েছে কয়লার সিন্ডিকেট (Coal Syndicate), প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের। 'সম্প্রতি ফের কয়লা কারবারে সক্রিয় হয়ে ওঠেন রাজু'। 'সিবিআই কয়লা পাচারের তদন্ত শুরুর পর থেকেই নিষ্ক্রিয় হয়ে পড়ে অনুপ মাজি (Amup Manjhi) ওরফে লালার গোষ্ঠী'। 'বর্তমানে ইসিএলের কয়লার টেন্ডারে সক্রিয় ভূমিকা পালন করছিলেন রাজু'। 'ফলে কাজ করতে পারছিল না অন্য গোষ্ঠী'। সেই কারণেই কি টার্গেট রাজু? উঠছে প্রশ্ন।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram