Sukanta Majumdar: সুকান্ত মজুমদারের উত্তরবঙ্গ-সওয়াল ঘিরে তোলপাড় বঙ্গ রাজনীতি। ABP Ananda Live
ABP Ananda News: সুকান্ত মজুমদারের উত্তরবঙ্গ-সওয়াল ঘিরে এখন তোলপাড় বঙ্গ রাজনীতি। এই ইস্য়ুতে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে, বিমল গুরুংয়ের সঙ্গে পদ্ম শিবিরের পুরনো সম্পর্কের কথা টেনে এনেছে তৃণমূল। পালটা বিজেপি আবার প্রশ্ন তুলছে, অনন্ত মহারাজের সঙ্গে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সাক্ষাৎ নিয়ে।
কেউ চাইছেন উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত হোক উত্তরবঙ্গ। কেউ চাইছেন আলাদা রাজ্য় গ্রেটার কোচবিহার। কেউ সরাসরি বলছেন, বাংলা ভাগের কথা। গত ২৪ ঘণ্টায়, উত্তরবঙ্গ নিয়ে, বিজেপির অন্দর থেকে উঠে এসেছে নানা দাবি, নানা সওয়াল। আর এই প্রেক্ষাপটেই, বিজেপিকে আক্রমণ করতে গিয়ে, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় টেনে এনেছেন, পৃথক গোর্খাল্য়ান্ডের দাবিতে সরব বিমল গুরুংয়ের সঙ্গে বিজেপির পুরনো সম্পর্কের কথা।
তবে গুরুং-অস্ত্রে ভর করে, বিজেপির কোর্টে বল ঠেলতে গিয়ে, তৃণমূলও কার্যত প্রশ্নের মুখে পড়েছে। কারণ, বিমল গুরুংয়ের সঙ্গে যে শুধু বিজেপিরই সম্পর্ক ছিল, এমনটা নয়। বিমল গুরুং যেমন ২০০৯ থেকে বিজেপিকে সমর্থন করেছিলেন। তেমন ২০২১ সালের বিধানসভা ভোটে তিনি তৃণমূলের সঙ্গে জোট করেন। ২০১৭ সালে যে বিমল গুরুংয়ের নেতৃত্বে আন্দোলন ঘিরে পাহাড় অগ্নিগর্ভ হয়ে উঠেছিল...যে বিমল গুরুং সাব ইন্সপেক্টর অমিতাভ মালিক খুনে অভিযুক্ত..!
তিনি তৃণমূলকে সমর্থনের কথা ঘোষণার পর, দার্জিলিং, কার্শিয়ং ও কালিম্পঙে তাঁর বিরুদ্ধে রুজু হওয়া ৭০টির বেশি মামলা রাজ্য় সরকার প্রত্যাহার করে বলে সূত্রের দাবি। যা মনে করিয়ে, পাল্টা তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগে সরব হয়েছে বিজেপি।