Sukanta Majumdar: নিট-বিতর্কে বিরোধীদের কী জবাব শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের? ABP Ananda Live
ABP Ananda Live: নিট-এর বিতর্কিত ১৫৬৩ জন পরীক্ষার্থীকে দুটি বিকল্প দিল সুপ্রিম কোর্ট। 'হয় ফের পরীক্ষা দিতে হবে অথবা গ্রেস মার্ক বাদ দিতে হবে', এনটিএ-কে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট, ২৩ জুন পরবর্তী পরীক্ষা, ৩০ জুনের আগে ফলপ্রকাশ। 'গোটা পরীক্ষাকে বাতিল করা ঠিক হবে না'। কাউন্সেলিং চলবে, বন্ধ করব না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। নিটের কাউন্সেলিং শুরু হবে আগামী ৬ জুলাই। সুপ্রিম কোর্টে ফের নিট-শুনানি আগামী ৮ জুলাই। নিট-বিতর্কে বিরোধীদের জবাব দিলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
উল্লেখ্য়, নিট বিতর্কে সল্টলেকে বিক্ষোভ ডিএসও-র। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রাজ্যের কলেজগুলিতেও সঠিক সময়ে ভর্তি শুরু না হওয়ার অভিযোগেও বিক্ষোভ।
অন্য়দিকে, নিট-এ দুর্নীতি হয়েছে, সিবিআই তদন্ত দাবি করে অভিযোগ কংগ্রেসের। '২৪ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে খেলা করেছে কেন্দ্রীয় সরকার'। 'এনটিএ-র তত্ত্বাবধানে পরীক্ষায় দুর্নীতি হয়েছে, অথচ সেই সংস্থাকেই তদন্তের ভার!' নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করাতে হবে, দাবি কংগ্রেসের।