BJP: এবার মুখ খুললেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

Continues below advertisement

বারংবার পিছিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা হয়েছে। শুরু হয়েছে মনোনয়নপত্র জমা নেওয়া। কিন্তু তাকে ঘিরেও অশান্তি, হিংসা মাথাচাড়া দিয়েছে (Panchayat Elections 2023)। এক কংগ্রেস কর্মী মারা গিয়েছেন। আহত হয়েছেন তৃণমূলেরও একজন। সেই নিয়ে এবার মুখ খুললেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর দাবি, বাম আমল থেকে এখনও পর্যন্ত রক্তপাতহীন নির্বাচন করা যায়নি বাংলায়, যা বাঙালির জন্য অত্যন্ত লজ্জার বিষয়। 

পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির মধ্যেই কলকাতায় এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন সুকান্ত। সেখানেই নির্বাচন ঘিরে অশান্তি নিয়ে মুখ খোলেন। সুকান্ত বলেন, "পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে বাংলায় হিংসার সম্পর্ক অঙ্গাঙ্গী ভাবে জড়িত। বামফ্রন্টের সময় থেকে দেখে এসেছি, বাড়িতে থান কাপড় দেওয়া, বোমাবাজি, গুলি চলা। আজ এতগুলি বছর কেটে গিয়েছে, স্বাধীনতার ৭৫ বঠর পার। কিন্তু বাংলা তথা বাঙালির লজ্জা যে, এখনও রক্তপাতহীন নির্বাচন করাতে পারিনি আমরা। এই ধারাবাহিকতা পাল্টানো দরকার।"

আচমকা নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা এবং মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য নির্ধারিত ছয় দিনের সময়সীমা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। বিরোধীরা যাতে মনোনয়ন জমা দিতে না পারেন, তার জন্যই এমন তাড়াহুড়ো বলে অভিযোগ। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার প্রথম দুই দিনে তৃণমূলকেও আক্রান্ত হতে হয়েছে। কোথায় দলীয় কোন্দলের ছবি উঠে এসেছে, কোথাও আবার তাড়া খেতে হয়েছে জোড়াফুল শিবিররে প্রতিনিধিদের। 

 

সেই নিয়ে প্রশ্ন করলে সুকান্ত বলেন, "নিচুতলার মানুষ এই যে সরকার চলছে, তাকে উৎখাত করে ফেলে দিতে চাইছেন। তার জন্য যে ভাবে সম্ভব, যেখানে সম্ভব, যার সঙ্গে সম্ভব হাত ধরে লড়াই করছেন। মানুষের হাত থেকে কারও নিস্তার নেই। সময় এলে মানুষই সব হিসেব বুঝিয়ে দেবেন।"

পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগে সর্বদল বৈঠকে হয়নি কেন, সে নিয়ে গোড়া থেকেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে। তাতে আগামী ১৩ জুন শেষ মেশ সর্বদল বৈঠকের কথা জানিয়েছে কমিশন। কিন্তু সেই বৈঠকে যেতে অনীহা রাজ্য বিজেপি-র। সুকান্ত জানিয়েছেন, বৈঠকে যাওয়া নিয়ে এখনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ জুন। তার দু'দিন আগে সর্বদল বৈঠক আদৌ কতটা কাজে লাগবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন সুকান্ত। 

বিরোধীরা বৈঠকে কোনও পরামর্শ দিলেও, সেটা কার্যকর করার সময় আদৌ পাবে কিনা কমিশন, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন সুকান্ত। তাঁর মতে সর্বদল বৈঠক করে তার পর নির্ঘণ্ট ঘোষণা হলে, তা বাস্তবসম্মতও হতো, আবার গণতান্ত্রিক পদ্ধতিতেই এগোত গোটা বিষয়টি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সব আসনেই প্রার্থী দিতে পারে বলে জানিয়েছেন সুকান্ত। যদি কোথাও প্রার্থী না দাঁড় করানো হয়, তা রাজনৈতিক কৌশলের অঙ্গ হতে পারে বলে জানিয়েছেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram