Sukanta Mazumdar: ’এক্সিকিউটিভ কমিটিতে নেওয়ার পর অমিতাভ চক্রবর্তীকে ধন্যবাদ জানান ঋদ্ধি’:সুকান্ত।Bangla News
Continues below advertisement
একবছরেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হল সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি সম্পর্কে মোহভঙ্গ হয়েছে, এই মুহূর্তে দলের সঙ্গে কোনও সম্পর্ক নেই: সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “আমি বলতে পারব না কেন ওনার মোহ ভঙ্গ হল। উনি যে বলেছেন উনি জানতেন না ওঁকে এক্সিকিউটিভ কমিটিতে নেওয়া হয়েছে। কিন্তু উনি নাম বেরনোর পর আমাদের সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে ফোন করে ধন্যবাদ জানান।“
Continues below advertisement
Tags :
BJP ABP Ananda ??? Arjun Singh Barasat ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ 7tae Bangla সুকান্ত মজুমদার Riddhi Banerjee এবিপি আনন্দ