Summer Vacation: 'ছুটি কাটাতে কাটাতে ছাত্রছাত্রীরা পরিশ্রান্ত', ব্রাত্যকে চিঠিতে উল্লেখ শঙ্করের
Continues below advertisement
স্কুলে গরমের ছুটি নিয়েও সংঘাতে বিজেপি। 'উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি দক্ষিণবঙ্গের মতো নয়। সেক্ষেত্রে ২ মে থেকে গরমের ছুটির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।' শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) চিঠি বিজেপি (BJP) বিধায়ক শঙ্কর ঘোষের। চিঠি প্রসঙ্গে তিনি জানান, 'শিক্ষামন্ত্রী ব্যক্তিগত জীবনে একজন অধ্যাপক। শিক্ষার গুরুত্ব তিনি আমার থেকে বেশি বোঝেন। দীর্ঘদিন কোভিডের জন্য বন্ধ ছিল স্কুল। দক্ষিণবঙ্গের আবহাওয়ার সঙ্গে এখানের আবহাওয়ার অনেক ফারাক। তাই সিদ্ধান্তকে পাল্টানো হোক। ছুটি কাটাতে কাটাতে ছাত্রছাত্রীরা পরিশ্রান্ত। প্রয়োজনে মর্নিং স্কুল হোক। কিন্তু দক্ষিণবঙ্গের গরমের জন্য এখানেও স্কুলে ছুটি দেওয়াটা বাঞ্ছনীয় নয়। উত্তরবঙ্গে ঝড় হলে তো দক্ষিণবঙ্গে কেউ খোঁজ নিতে আসেন না।'
Continues below advertisement
Tags :
North Bengal ABP Ananda BJP MLA ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Shankar Ghosh এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Shankar Ghosh BJP শিলিগুড়ি Summer Vacation শঙ্কর ঘোষ