RG Kar News: আর জি কর মেডিক্যালকাণ্ডে বাংলায় এনকাউন্টার চেয়ে সওয়াল সুমন কাঞ্জিলালের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুর এবার আলিপুরদুয়ারের বিধায়কের গলায়। আর জি কর মেডিক্যালকাণ্ডে বাংলায় এনকাউন্টার চেয়ে সওয়াল করলেন সুমন কাঞ্জিলাল। গতকাল আলিপুরদুয়ারে তৃণমূলের প্রতিবাদ-সভায় যোগ দিয়ে আলিপুরদুয়ারের বিধায়ক ।  বলেন, উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার বাংলাতেও হোক। তার জন্য প্রয়োজনে আইন সংশোধন করতে হবে। আর জি কর মেডিক্যালকাণ্ডে কেউ তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা বা রাজনীতি করতে চাইলেও তাদেরকেও চিহ্নিত করা হোক বলে মন্তব্য করেন আলিপুরদুয়ারের বিধায়ক। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আর জি কর মেডিক্যালকাণ্ডে শাসকদলের লোকজনই জড়িত, এরপরও কি এনকাউন্টার-সওয়াল বজায় রাখবেন বিধায়ক? কটাক্ষ বিজেপির। 

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বীরভূমের রামপুরহাটে মিছিল স্টুডেন্ট ইউনিয়নের। বিচারের দাবিতে একজোট হল ছাত্রছাত্রীরা।

'মুখ্যমন্ত্রীকে সিবিআই ডাকলেই সত্য সামনে আসবে, সেই দিনটা আসতে চলেছে', বলছেন দিলীপ ঘোষ। কলকাতা পুলিশ কমিশনারকেও সিবিআইয়ের তলব করা উচিত বলে দাবি তাঁর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram