Sundarban Yaas Effect: ঘূর্ণিঝড় 'ইয়াস' ও ভরা কটালের জোরা ফলায় সুন্দরবনে ক্ষতিগ্রস্ত প্রায় ২৬ কিলোমিটার বাঁধ

Continues below advertisement

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সুন্দরবনে ক্ষতিগ্রস্ত প্রায় ২৬ কিলোমিটার বাঁধ। কোথায় নদী বাঁধ ভেঙে গিয়েছে তো কোথাও ভরা কটালে বাঁধ উপচে জল ঢুকেছে গ্রামে। নোনা জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমি। 'ঠিকমতো মেরামত না করায় সমস্যা', বাঁধ ভাঙা নিয়ে অভিযোগ গ্রামবাসীদের। যদিও অভিযোগ মানতে নারাজ জেলা পরিষদ। নোনা জল ঢুকে, নষ্ট হয়েছে চাষের জমি, মাছের ভেড়ি! ভেঙেছে বাড়ি!
মাথার উপরের ছাদ হারিয়ে, পথে বসতে হয়েছে বহু মানুষকে। গোসাবার রাঙাবেলিয়া, পাখিরালয়, সোনাগাঁ...সহ, সর্বত্রই একই ছবি। সুন্দরবন এলাকায় ক্ষতিগ্রস্ত প্রায় ২৬ কিলোমিটার নদীবাঁধ! 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram