Sunun Pradhanmantri Jagannath Sarkar: 'প্রধানমন্ত্রী সঠিক পথেই চলছেন', মন্তব্য জগন্নাথ সরকারের

Continues below advertisement

ABP Ananda Live: কেন্দ্রে ক্ষমতায় তৃতীয় মোদি সরকার। কী প্রত্যাশা রাজনীতিবিদদের? কী বলছেন বিশিষ্টরা?

লোকসভা নির্বাচনের ফলঘোষণার পর তৃতীয়বার সরকার গঠন করলেম নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুই এখনও পর্যন্ত দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী। তিন-তিন বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন নেহরু। মোদির তাঁকে ছুঁয়ে ফেলা নিয়ে আগেও বিস্তর আলোচনা হয়েছে। এবছর নির্বাচনী প্রচার চলাকালীনও সেই প্রসঙ্গ ওঠে। সেই সময় মোদি জানান, একসময় গুজরাতের দীর্ঘমেয়াদি মুখ্যমন্ত্রী হিসেবেও তাঁকে নিয়ে চর্চা হতো। কতবার পদে বসছেন, তার পরিবর্তে দেশ কতটা এগিয়েছে, সেই নিয়ে আলোচনা হওয়া উচিত। মোদির বক্তব্য় ছিল, "মোদি তিনবার কেন, পাঁচ-সাতবারও জিততে পারে। ১৪০ কোটি মানুষের আশীর্বাদ রয়েছে আমার মাথার উপর।"

এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ২৪০টি আসনে জয়ী হয়েছে, যা ৫৪৩ আসনের লোকসভায় সরকার গড়ার পক্ষে যথেষ্ট নয়। সবমিলিয়ে NDA জোট পেয়েছে ২৮২টি আসন। ফলে সরকার গঠনে ৩২টি আসনের জন্য শরিক দলগুলির উপর নির্ভর করতে হচ্ছে বিজেপি-কে। বিশেষ করে নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডু কিংমেকারের ভূমিকা পালন করতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram