Supreme Court: ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের অনুদানের প্রতিশ্রুতি, কটাক্ষ সুপ্রিম কোর্টের

ABP Ananda LIVE: ভোটের আগে রাজনৈতিক দলগুলির ইস্তেহারে ঢালাও প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের । অনুদান না দিয়ে মানুষকে কাজ দিন, খয়রাতি করে পরজীবী শ্রেণি তৈরি হচ্ছে? প্রশ্ন সুপ্রিম কোর্টের।  'রেশন থেকে আর্থিক সাহায্য়, এই সব সুবিধার জন্য এঁরা কাজ করতে চাইছেন না' । এভাবে সাহায্য না করে তাঁদের মূলস্রোতে অন্তর্ভুক্ত করা হোক, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

 

২০২৬-এর ভোটের আগে এটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কাজেই সেদিকে যে রাজ্যবাসীর নজর থাকবে তা বলাইবাহুল্য। এবার বাজেটে কী ঘোষণা হবে ? থাকবে কি কর্মসংস্থানের কোনও দিশা ? বিভিন্ন সামাজিক খাতে বাড়বে বরাদ্দ ? ন্যায্য DA-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের একাংশ যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁদের জন্যই বা কী ঘোষণা হবে ? ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্পে বাজেট-বরাদ্দ থাকতে পারে বলেও রাজনৈতিক জল্পনা ছিল। এই আবহেই এদিন বিধানসভায় পেশ হল রাজ্য বাজেট। বাজেট পেশের পর সাংবাদিক বৈঠক করে কেন্দ্রকে একহাত নেওয়ার পাশাপাশি একাধিক বিষয় তুলে ধরলেন তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola