Supreme Court: 'মহিলারা নাইট ডিউটিতে কাজ করবে না, এটা কীভাবে বলতে পারেন?' প্রশ্ন প্রধান বিচারপতির

Continues below advertisement

আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে নেওয়া একাধিক সিদ্ধান্ত নিয়ে, মঙ্গলবার সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে পড়ল রাজ্য় সরকার। সিভিক ভলান্টিয়ার যেখানে ধর্ষণ-খুনে মূল অভিযুক্ত, সেখানে নিরাপত্তার জন্য় আবার চুক্তিভিত্তিক কর্মীদের ওপর ভরসা কেন? মহিলা চিকিৎসক ও স্বাস্থ্য়কর্মীর নাইট ডিউটি করবেন না, একথা কেউ কীকরে বলতে পারেন? এমন একের পর এক প্রশ্ন রাজ্য় সরকারের আইনজীবীর দিকে ছুড়ে দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

আর জি কর-কাণ্ডের পর, প্রবল সমালোচনার মুখে কার্যত মুখরক্ষায় রাজ্য় সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছিল, মঙ্গলবার প্রায় তার সবক'টি নিয়েই প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। চাপের মুখে কয়েকটি নির্দেশিকা মুছে ফেলা হবে বলে জানালেন রাজ্য় সরকারের আইনজীবী কপিল সিব্বল। আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের পর রাতের সাথী নামে প্রকল্প চালু করে রাজ্য় সরকার। যার অধীনে বেসরকারি নিরাপত্তাকর্মীদের প্রশিক্ষণ দিয়ে, চুক্তির ভিত্তিতে নিয়োগের কথা বলা হয়। কিনতু, এই ব্য়বস্থার কার্যকারিতা নিয়েই প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram